বাংলাদেশের সর্বোচ্চ চুড়া মদক তং বা সাকাহাফং থেকে দক্ষিণে তাকালে মদল রেঞ্জের উচু চুড়াগুলি চোখে পরে। উপরে ছবিতে দেখা যাচ্ছে জ-ত্লং , যোগী/কংদুক , আয়্যান ক্লাং, সাদরা-তাওবা ।
চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চুড়া ক্রিস তং দেখা যায় দূরে । ( দক্ষিন -পশ্চিমে)
দূরে উত্তর পশ্চিমে কেওক্রাডং ও কপিতাল ।
পশ্চিমে তাজিংডংএর পিছনে, একটু বামে চিম্বুক রেঞ্জের ২য় সর্বোচ্চ চুড়া থাইনকিয়াং। ( অনেকটা জুম করা হয়েছে তাই তাজিংডং ফ্রেমে আসেনি)

দক্ষিণে একটু ডানে সাদরা, ইশ্বরমণি পাড়ার মাথার উপরের একটা চুড়া ।
সাকা বা মদকতং সামিটের ১০০ ফুট নীচ থেকে ১৮০ ডিগ্রী ভিউ ।

সাকা বা মদকতং সামিটের ১০০ ফুট নীচ থেকে ১৮০ ডিগ্রী ভিউ ।
Picgula onek small size. Zoom kora jaina. Chokkinala konta?
ReplyDelete